ধর্ষণ বন্ধ করুন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রদান করুন
ধর্ষণ বাংলাদেশে একটি নিত্যনতুন ঘটনা নয়, প্রতিদিন খবরের কাগজ বা টেলিভিশন খুললেই অহরহ ধর্ষণের ঘটনা প্রচার হয় । কিন্তু কেন এইরকম প্রতিনিয়ত ধর্ষন ঘটছে কেনই বা ধর্ষকের বিচার হচ্ছে না - এই প্রশ্নটা প্রতিটি মানুষের মাথায় ঘুরছে প্রতিনিয়ত । অনেক মানুষের কাছে প্রশ্ন করলে তারা ধর্ষণ হওয়ার ২টি উদাহরণ দেয় ।
১. নারীদের অশালীন পোশাক
২. দেশে ধর্ষকের উপযুক্ত শাস্তি না হওয়া
এবার আসি প্রথম উদাহরণের বিশ্লেষণে #নারীদের অশালীন পোশাক । আমাদের পবিত্র ইসলাম ধর্মে নারীকে যেমন পর্দা করতে বলেছেন তেমনি পুরুষকে ও তার দৃষ্টি সংযত রাখতে বলেছেন । মেয়েরা অশালীন পোশাক পরিধান করুক কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিকে সংযত রাখতে পারেন তাহলেই ভালো । হয়তো প্রথমবার কোনো অশালীন পোশাকওয়ালা নারীর দিকে আপনার অজান্তে চোখ যাবে কিন্তু দ্বিতীয়বার যদি আবার ও সে নারীর দিকে আপনার চোখ যায় তাহলে বুঝতে হবে দুষ অশালীন পোশাক পরিধান করা নারীর নয় । দুষটা আপনার । তাই বলে আমি অন্তরঙ্গ নারীদের সমর্থন দিচ্ছি না । আপনাকে আমাকে ও যে চোখকে সংযত রাখতে বলেছেন সেটা মনে করিয়ে দিচ্ছি ।
এইবার বলি দ্বিতীয়টা #দেশে ধর্ষকের উপযুক্ত শাস্তি না হওয়া । আসলে কথাটা সঠিক দেশে ধর্ষকের উপযুক্ত শাস্তি না হওয়ার কারণেই ধর্ষণ বৃদ্ধি পেয়েছে । আপনি ইসলামের নিয়ম অনুযায়ী একজন ধর্ষককে শাস্তি দিয়ে দেখুন । ধর্ষণ এমনিতে কমে যাবে । কিন্তু আমাদের দেশের সরকার তা করছেনা । আর অধিকাংশ ধর্ষক ক্ষমতাসীন আওয়ামীলীগ । একটা কথা স্মরণ করিয়ে দিয়
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সূবর্ণচরে যুবলীগ নেতা হাতে ৪ সন্তানের ১ জননী ধর্ষণ হয়েছিল । পৃথিবীর আর কোথাও এমন কলংকজনক ঘটনা পাবেন কিনা সন্দেহ আছে । আমরা চাই ধর্ষকের উপযুক্ত বিচার হোক ।
মোঃ কামরুল হাসান আজাদ
Facebook https://www.facebook.com/profile.php?id=100022429995206
Twitter https://twitter.com/kamrulhasanamk?s=01
YouTube https://m.youtube.com/channel/UC1Jdl0OVbbHv9gfu5PH2-vA
0 Comments